Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ নভেম্বর ২০১৭

৫৯ বিজিবি’র অভিযানে বিদেশী পিস্তল, ম্যাগাজিন এবং গুলি আটক


প্রকাশন তারিখ : 2017-11-28

২৮ নভেম্বর ২০১৭ তারিখ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ব্যাটালিয়ন সদর এবং চকপাড়া বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকার নামোচকপাড়া গ্রামের মোঃ আব্দুল মান্নান, পিতা মৃত-কসিম উদ্দিন, গ্রাম-নামোচকপাড়া, পোঃ মোল্লাটোলা, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এর বাড়ী তল্লাশী করে ঘরের ভিতর খাটের নীচ হতে ০৪টি ভারতীয় লং ব্যারেল পিস্তল, ড্রামের মধ্যের চাউলের কুড়ার ভিতর হতে ০১টি ইউএসএ তৈরী পিস্তল(গুলি-১০ রাউন্ডসহ), ০২টি ম্যাগাজিন এবং হাঁসের খোয়াড়ের ভিতর হতে ০৪টি লং ব্যারেল পিস্তল ও ০৫ রাউন্ড গুলি আটক করে। আটককৃত অস্ত্র এবং গোলাবারুদের আনুমানিক সিজার মুল্য=৯,০৩,০০০/-(নয় লক্ষ তিন হাজার) টাকা।