৩০ বিজিবি’র অভিযানে ৩,১৫,০০০/- টাকার মূল্যার ০৯টি ভারতীয় গরু আটক
প্রকাশন তারিখ
: 2017-10-23
২৩ অক্টোবর ২০১৭ তারিখ ৫৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ধনতলা বিওপি'র টহলদল অভিযান পরিচালনা করে সোনাপুকুর নামক স্থানে ০৯টি ভারতীয় গরু আটক করে। আটককৃত গরুর আনুমানিক সিজার মূল্য=৩,১৫,০০০/-(তিন লক্ষ পনের হাজার) টাকা।