২০ অক্টোবর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি টহলদল থানার অর্ন্তগত মাদাইয়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নতমানের ১৮৭৭টি শাড়ী এবং ০১টি মিনি ট্রাক আটক করে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১৪ বোতল হুইস্কি, ৬৬০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট এবং ১২০ কেজি চাপাতা আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য=১,১৩,৯৮,০০০/-(এক কোটি তের লক্ষ আটানব্বই হাজার) টাকা।