Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ অক্টোবর ২০১৭

১০ বিজিবি’র অভিযানে ৪,১৮,৪৫০/- টাকা মূল্যের মাদকদ্রব্য আটক


প্রকাশন তারিখ : 2017-10-16

১৫ অক্টোবর ২০১৭ তারিখে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত বৌয়ারা বাজার (শাহাপুর পোষ্ট) বিওপি’র একটি টহলদল অভিযান পরিচালনা করে কোতয়ালী থানার অন্তর্গত কালামবাড়ী স্থান হতে ১১০ বোতল ফেনসিডিল  আটক  করে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৪ বোতল হুইস্কি, ১৯৮টি ইয়াবা ট্যাবলেট, ১৫৬ বোতল ফেনসিডিল, ১৩টি বিয়ার ক্যান, ২১ বোতল নেশাজাতীয় সিরাপ  এবং ৮০০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট আটক করে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪,১৮,৪৫০/-(চার লক্ষ আঠার হাজার চারশত পঞ্চাশ)টাকা।