Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মে ২০১৮

২ বিজিবি’র অভিযানে আসামীসহ ১,৮১,৮৮,০০০/- টাকা মূল্যমানের ৫৯,৯৬০/- পিছ ইয়াবা ট্যাবলেট ও মোটর সাইকেল উদ্ধার


প্রকাশন তারিখ : 2018-05-04

২ বিজিবি’র অধীনস্থ শীলখালী অস্থায়ী চেকপোষ্টে হাবিলদার মোঃ বাচ্চু মৃধা এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল ০৪ মে ২০১৮ তারিখ আনুমানিক ০৭৩০ ঘটিকায় শীলখালী মেরিন ডাইভ চেকপোষ্টে তল্লাশী অভিযানকালীন সময়ে কক্সবাজারগামী একজন মোটরসাইকেল আরোহী চেকপোষ্ট দিয়ে যাওয়ার প্রাক্কালে মটর সাইকেল আরোহীর শরীর ও মটর সাইকেল তল্লাশী করে মটর সাইকেলের ফলস ট্যাংকীর ভেতরে একটি ব্যাগ দেখতে পায়। অতঃপর স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত ব্যাগটি খুলে গণনা করে ৫৯,৯৬০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবা এবং মোটর সাইকেল এর সিজার মূল্য ১,৮১,৮৮,০০০/-(এক কোটি একাশি লক্ষ আটাশি হাজার টাকা। জব্দকৃত মটর সাইকেলটি টেকনাফ শুল্ক গুদামে জমা করতঃ নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে ধৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাঁজা প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।