গত ২৮ নভেম্বর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল নন্দীগ্রাম নামক স্থান হতে ভারতীয় উন্নতমানের ৬১৭টি শাড়ী আটক করে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩০ বোতল হুইস্কি, ১২ কেজি গাঁজা, ৮১৪টি কসমেটিকস সামগ্রী, ২০ কেজি গুড়া দুধ এবং ৯৬ প্যাকেট ল্যাকটোজেন দুধ আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩৩,৭৬,১০০/-(তেত্রিশ লক্ষ ছিয়াত্তর হাজার একশত) টাকা।