১০ নভেম্বর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপি’র টহলদল কর্তৃক কোতয়ালী থানার অর্ন্তগত মনকানগর বাজার নামক স্থান হতে ০২ জন মাদক ব্যবসায়ী মোঃ সজিব মিয়া এবং মোঃ জামাল মিয়াসহ ৪৮টি ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত আসামীদ্বয়কে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২২ বোতল হুইস্কি, ৪৪৫৬০টি টার্গেট ট্যাবলেট, ৭৬৮০টি সেনেগ্রা ট্যাবলেট, ৮৫টি শাড়ী, ১৬ মিটার থান কাপড়, ১৯টি শাল চাদর, ১২৮৭টি কসমেটিকস সামগ্রী এবং ১২টি কাচি আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য=৫৮,২৮,২৩০/- (আটান্ন লক্ষ আটাশ হাজার দুইশত ত্রিশ) টাকা।