২৮ অক্টোবর ২০১৭ তারিখ ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আমতলী বিওপি'র সঞ্জয়পুর এলাকা হতে একটি টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় ১,২৫,০০০ টি নাসির বিড়ি পাতার আটক করে। আটককৃত নাসির বিড়ি আনুমানিক সিজার মূল্য=৩,১২,৫০০/-(তিন লক্ষ বার হাজার পাঁচশত) টাকা