২৬ অক্টোবর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত গীতাবাড়ী বিওপি’র টহলদল ফেনী সদর থানার অর্ন্তগত আশ্রয়ন পুকুর পাড় নামক স্থান হতে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ হানিফসহ ৪৯৯ বোতল ফেনসিডিল এবং ১০ কেজি গাঁজা আটক করে। একই তারিখে অন্য একটি অভিযানে বিবির বাজার বিওপি’র টহলদল সুইচগেইট নামক স্থান হতে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ কামাল পারভেজসহ ৮০০টি ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত আসামীদ্বয়কে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৩০ বোতল হুইস্কি, ০২ বোতল বিয়ার, ২৬টি বিয়ার ক্যান, ১২০ বোতল ফেনসিডিল, ৩৫৩০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ১৮৮টি ল্যাকটোজেন, ১৪৬টি কমপ্লান, ২৭৬টি মুভ স্প্রে, ১৬২০টি ইনো এবং ২৭০টি শাড়ী আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৯,৭০,১০০/- (নয় লক্ষ সত্তর হাজার একশত) টাকা।