০৮ ডিসেম্বর ২০১৭ তারিখ ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধীনস্থ একটি টহলদল বেনাপোল আইসিপির ২নং বন্দর গেইটের সামনের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ ২৬টি স্বর্ণের বার (৪ কেজি ২৮০ গ্রাম) আটক করে। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য=১,৯০,৮৪,০০০/-(এক কোটি নব্বই লক্ষ চুরাশি হাজার) টাকা।