২ বিজিবি’র অভিযানে ৮১,৪১,১০০/- টাকার ২৭,১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট আটক
প্রকাশন তারিখ
: 2017-12-22
২১ ডিসেম্বর ২০১৭ তারিখ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরপাড়া বিওপি এবং সাবরাং বিওপি’র টহলদল অভিযান পরিচালনা করে ২৭,১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য=৮১,৪১,১০০/-(একাশি লক্ষ একচল্লিশ হাজার একশত) টাকা।