টেকনাফ সীমান্তে বিজিবি কর্তৃক পরিচালিত দুটি পৃথক অভিযানে ৯০,০০০ পিস ইয়াবা ও ২৮ কেজি গাঁজাসহ ০৩ জন আটক।
প্রকাশন তারিখ
: 2025-07-01
টেকনাফ সীমান্তে বিজিবি কর্তৃক পরিচালিত দুটি পৃথক অভিযানে ৯০,০০০ পিস ইয়াবা ও ২৮ কেজি গাঁজাসহ ০৩ জন আটক।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর আভিযানিকদল দায়িত্বপূর্ণ সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার একটি বাড়িতে মাদকবিরোধী বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৯০,০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারের সাথে জড়িত ০১ জন নারীসহ ০২ জনকে আটক করতে সক্ষম হয়েছে। অপরদিকে, টেকনাফ ব্যাটালিয়নের অপর একটি আভিযানিকদল দায়িত্বপূর্ণ খরেরমুখ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বাড়ির মুরগির খামারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮ কেজি গাঁজাসহ ০১ জন নারীকে আটক করতে সক্ষম হয়েছে।