১৯ অক্টোবর ২০১৭ তারিখ ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোড পাকা রাস্তা নামক স্থান হতে অভিযান পরিচালনা করে ৫৩৬ কেজি বাংলাদেশী চা পাতা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=২,১৪,৪০০/-(দুই লক্ষ চৌদ্দ হাজার চারশত) টাকা।