১১ নভেম্বর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার (কটক বাজার পোষ্ট) বিওপি’র একটি টহলদল কোতয়ালী থানার অন্তর্গত জাম্বুরাটিলা স্থান হতে ২৮৮০টি ইয়াবা ট্যাবলেট আটক করে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৫৪ বোতল হুইস্কি, ০৮ কেজি গাঁজা এবং ১০৭০০টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট আটক করে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য =১১,৮৭,০০০/-(এগার লক্ষ সাতাশি হাজার) টাকা।