Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ ডিসেম্বর ২০১৭

৪ বিজিবি’র অভিযানে ৬৮,৮৯,৮৬০/- টাকা মূল্যের ভারতীয় গরু এবং অবৈধ কা1ঠসহ ট্রাক আটক


প্রকাশন তারিখ : 2017-12-05

০৫ নভেম্বর ২০১৭ তারিখ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দেবপুর বিওপির টহলদল কর্তৃক জয়নগর নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ০২ টি গাভী গরু, ০৩ টি বাছুর  এবং ব্যাটালিয়ন সদরের টহলদল কর্তৃক ৬৪৮.৯১ ঘনফুট বিভিন্ন প্রকার অবৈধ কাঠসহ ০১ টি ট্রাক আটক করে। আটককৃত মালামালে আনুমানিক সিজার মূল্য=৬৮,৮৯,৮৬০/-(আটষট্টি লক্ষ ঊননব্বই হাজার আটশত ষাট) টাকা।