২০ ডিসেম্বর ২০১৭ তারিখ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ কেতরাংগা বিওপির টহলদল কর্তৃক উত্তর গুথমা নামক স্থানে অভিযান পরিচালনা করে ২ জন আসামীসহ ভারতীয় ৪৮ বোতল হুইস্কি, ১টি সিএনজি এবং ০২টি মোবাইল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=৪,৭৭,৫০০/-(চার লক্ষ সাতাত্তর হাজার পাঁচশত) টাকা।