২৬ অক্টোবর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বৌয়ারা বাজার (শাহাপুর পোষ্ট) বিওপি’র টহলদল অভিযান পরিচালনা করে শাহাপুর নামক স্থান হতে ০১ জন মাদক ব্যবসায়ী তাওসিফ আহমেদসহ ০১ বোতল ফেনসিডিল, ০৪টি ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ০১টি ল্যাপটপ, ০৪টি মেডিক্যাল রেগুলেটর এবং ০১টি মোটর সাইকেল আটক করে। আটককৃত আসামীকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৬ বোতল হুইস্কি, ০৫ কেজি গাঁজা, ৭৪০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট এবং ৩০০০টি মুরগীর বাচ্চা আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য=৫,৩৮,২৭৫/- (পাঁচ লক্ষ আটত্রিশ হাজার দুইশত পঁচাত্তর) টাকা।