Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ অক্টোবর ২০১৭

১০ বিজিবি’র অভিযানে ৫০,১৯,১৪০/- টাকা মূল্যের মাদকদ্রব্য এবং অন্যান্য মালামাল আটক


প্রকাশন তারিখ : 2017-10-29

২৯ অক্টোবর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি টহলদল ফুলগাজী থানার অর্ন্তগত আনন্দপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে ০১টি পিকআপসহ ভারতীয় উন্নতমানের ২৫১৮ মিটার প্যান্টের থান কাপড় এবং ৯০০ মিটার শার্টের থান কাপড় আটক করে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২৭ বোতল মদ, ২৫ বোতল ফেনসিডিল, ০২ কেজি গাঁজা, ৬০০টি অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট, ৮৭ বক্স ডেইরি মিল্ক চকলেট, ০১টি ভ্যানগাড়ী এবং ১২৭২ প্যাকেট তাস আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য=৫০,১৯,১৪০/-(পঞ্চাশ লক্ষ ঊনিশ হাজার একশত চল্লিশ) টাকা।