২৮ নভেম্বর ২০১৭ তারিখ ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ রামখানা বিওপি’র টহলদল রামখানা এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় উন্নত মানের ৯৭টি কাশ্মীরি শাল আটক করে। আটককৃত কাশ্মীরি শাল এর আনুমানিক সিজার মূল্য=১,৪২,৫২০/-(এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশত বিশ) টাকা।