২৪ অক্টোবর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জোয়ারকাছার বিওপি’র একটি বিশেষ টহলদল ফেনী সদর থানার অর্ন্তগত স্বরণপাহাড়তলী নামক স্থান হতে অভিযান পরিচালনা করে ৬০ বোতল ফেনসিডিল আটক করে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৯৫ বোতল হুইস্কি, ৭৫০ গ্রাম গাঁজা, ০২ বোতল বিয়ার, ২০ বোতল ফেনসিডিল, ১৬৩০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ১৬ টি এক হাজার টাকার বাংলাদেশী জালনোট এবং ৮০ কেজি চাপাতা আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য=৫,৬২,১২৫/-(পাঁচ লক্ষ বাষট্টি হাজার একশত পঁচিশ) টাকা।