১১ নভেম্বর ২০১৭ তারিখ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ একটি টহলদল সাবরাং ইউপিস্থ পুরানপাড়া এলাকায় ১ জন আসামী মোঃ সামছুল আলমসহ মোটর সাইকেল এবং ১৯৬টি নীল রঙের প্যাকেট ভর্তি ৩৯,০৯৫ পিস ইয়াবা আটক করে। আটককৃত ইয়াবা এবং মোটর সাইকেলের আনুমানিক সিজার মূল্য=১,১৮,৭৮,৫০০/-(এক কোটি আঠার লক্ষ আটাত্তর হাজার পাচঁশত) টাকা।