২৫ অক্টোবর ২০১৭ তারিখ ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ডাংগাপাড়া বিশেষ ক্যাম্পের টহলদল অভিযান পরিচালনা করে নওনাপাড়া ব্রীজের উপর, হাকিমপুর, দিনাজপুর হতে ভারতীয় ২,২৩,০০০ পিছ NEUCID-100 ট্যাবলেট আটক করে। আটককৃত ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য=৬৬,৯০,০০০/-(ছেষট্টি লক্ষ নব্বই হাজার) টাকা।