বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপির আভিযানিকদল দায়িত্বপূর্ণ কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী বিলাসীর দ্বীপ নামক স্থানে জঙ্গলের মধ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড রাইফেলের গুলি, ০৩টি ৬০ মি.মি. মর্টার শেল, ০৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ০২টি বডিসেট ফিউজ ও ০৩টি অতিরিক্ত ফিউজ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
প্রকাশন তারিখ
: 2025-06-22
বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপির আভিযানিকদল দায়িত্বপূর্ণ কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী বিলাসীর দ্বীপ নামক স্থানে জঙ্গলের মধ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি দেশীয় পিস্তল, ১০ রাউন্ড রাইফেলের গুলি, ০৩টি ৬০ মি.মি. মর্টার শেল, ০৪টি আর্জেস হ্যান্ড গ্রেনেড, ০২টি বডিসেট ফিউজ ও ০৩টি অতিরিক্ত ফিউজ উদ্ধার করতে সক্ষম হয়েছে।