১০ নভেম্বর ২০১৭ তারিখ ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির একটি টহলদল কর্তৃক গোদাগাড়ী থানাধীন রেলবাজার খেয়াঘাট নামক এলাকায় অভিযান পরিচালনা করে ০২ কেজি ভারতীয় হেরোইন আটক করে। আটককৃত হেরোইন এর আনুমানিক সিজার মূল্য=৪০,০০,০১০/-(চল্লিশ লক্ষ দশ) টাকা।