০৫ নভেম্বর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্ত বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপি’র টহলদল কর্তৃক কোতয়ালী থানার অর্ন্তগত কেরানীনগর তালতলা নামক স্থান হতে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ নজরুল ইসলামসহ ০৩ বোতল ফেনসিডিল আটক করে। আটককৃত আসামীকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। একই দিনে উক্ত ব্যাটালিয়নের অধীনস্থ গীতাবাড়ী বিওপি’র টহলদল কর্তৃক ধর্মপুর ঈদগাহ স্থান হতে ০২ জন মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন এবং মোঃ রেজাউল হকসহ ২২৫ গ্রাম গাঁজা আটক করে। আটককৃত আসামীদ্বয়কে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২০ বোতল হুইস্কি, ১২৫ বোতল ফেনসিডিল, ০৫ কেজি গাঁজা, ২৩ বোতল বিয়ার, ৫২০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ৫১০ টি মুলি বাঁশ এবং ০২ টি ব্যাটারী আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য=২,৬৭,৪৮৭/-(দুই লক্ষ সাতষট্টি হাজার চারশত সাতাশি) টাকা।