০৭ নভেম্বর ২০১৭ তারিখ ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আলীনগর একটি টহলদল গনকিয়া গ্রাম নামক এলাকায় চোরাচালান অভিযান পরিচালনা করে গন্দকী ওষধী গাছের গোড়া ৯২০ কেজি আটক করে। আটককৃত মালামালের সিজার মূল্য ৪,৬০,১৭০/-(চার লক্ষ ষাট হাজার একশত সত্তর) টাকা।