২৭ অক্টোবর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ সোনাপুর বিওপি’র একটি টহলদল ফুলগাজী থানার অর্ন্তগত মনতলা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৩১০ বোতল ফেনসিডিল আটক করে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৭৬০ প্যাকেট বিস্কুট, ৮৮টি হরলিক্স, ৪০ কেজি পোস্তদানা এবং ০১টি মোটর সাইকেল আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য=৫,৫৩,০৪০/-(পাঁচ লক্ষ তিপ্পান্ন হাজার চল্লিশ) টাকা।