বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা ও শ্রীপুর বিওপির টহলদল দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করতে সক্ষম হয়েছে।
প্রকাশন তারিখ
: 2025-06-28
বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ তামাবিল, সংগ্রাম, দমদমিয়া, বিছনাকান্দি, উৎমা, বাংলাবাজার, সোনালীচেলা, পান্থুমাই, মিনাটিলা ও শ্রীপুর বিওপির টহলদল দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করতে সক্ষম হয়েছে। এছাড়া তামাবিল-সিলেট মহাসড়কের হরিপুর ফতেপুর এলাকায় বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের সর্বমোট সিজারমূল্য ০৭ কোটি ৫০ লক্ষ টাকা।