২৬ অক্টোবর ২০১৭ তারিখ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বর্পূণ এলাকার দেবপুর বিওপির টহলদল কর্তৃক মাটিয় গোলা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৪৮২ পীস ভারতীয় শাড়ী এবং ৩৯টি ভারতীয় থ্রী পীস আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য-১৬,৪১,০০০/-(ষোল লক্ষ একচল্লিশ হাজার) টাকা।