১৫ বিজিবি’র অভিযানে ৫,৫১,০০০/- টাকা মূল্যের ভারতীয় কাতান শাড়ী ও ০১ টি ভারতীয় বাইসাইকেল আটক
প্রকাশন তারিখ
: 2017-11-08
০৮ নভেম্বর ২০১৭ তারিখ ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গোড়কমন্ডল বিওপি’র টহলদল অভিযান পরিচালনা করে ০১ টি ভারতীয় বাইসাইকেলসহ ৩৪ পিস ভারতীয় কাতান শাড়ী আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=৫,৫১,০০০/-(পাঁচ লক্ষ একান্ন হাজার) টাকা।