১৭ ডিসেম্বর ২০১৭ তারিখ ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আটাপাড়া বিওপির টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে উত্তর গোপালপুর মাঠের মধ্যে, পাঁচবিবি এবং জয়পুরহাট হতে ভারতীয় ১০টি শাড়ী, ১০০টি লেডিস চাদর এবং ৩০ কেজি ইমিটেশন চুড়ি আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=৪,৫২,০০০/-(চার লক্ষ বাহান্ন হাজার) টাকা।