Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ নভেম্বর ২০১৭

৪ বিজিবি’র অভিযানে ৩,৬৩,২১০/- টাকা মূল্যের খাদ্য ও কসমেটিক্স, ৭টি ইয়াবাসহ ৪ জন আসামী এবং ০১ টি মোটর সাইকেল আটক


প্রকাশন তারিখ : 2017-11-30

৩০ নভেম্বর ২০১৭ তারিখ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ অলিনগর বিওপির টহলদল কর্তৃক কালোঘনা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৪ জন আসামীসহ ইয়াবা ৭ পিস, মোটর সাইকেল ০১টি, মোবাইল ফোন ০৩টি, ট্যাব মোবাইল ০১টি, পাওয়ার ব্যাংক ০১টি এবং হাত ঘড়ি ০২টি আটক করে। এছাড়াও মধুগ্রাম বিওপির টহলদল কর্তৃক ভারতীয় বিভিন্ন খাদ্য ও কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=৩,৬৩,২১০/-(তিন লক্ষ তেষট্টি হাজার দুইশত দশ) টাকা।