১৭ অক্টোবর ২০১৭ তারিখ ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বর্পূণ এলাকার মধুগ্রাম বিওপির টহলদল কর্তৃক বারৈইহাট নামক স্থানে অভিযান পরিচালনা করে ০১টি ট্রাকসহ অবৈধ ৪৬৪.৮৩ ঘনফুট কাঠ আটক করে। যার আনুমানিক সিজার মূল্য=৬৩,২৪,১৫০/-(তেষট্টি লক্ষ চব্বিশ হাজার একশত পঁঞ্চাশ) টাকা।