২৮ অক্টোবর ২০১৭ তারিখ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ জগন্নাথপুর বিওপির টহলদল অভিযান পরিচালনা করে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ নামক স্থান হতে ০২ জন আসামী মোঃ আসলাম আলী এবং নিয়ত আলীসহ ৪৮ বোতল ফেনসিডিল আটক করে। আটককৃত আসামীদ্বয়কে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। একই তারিখে উক্ত ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির টহলদল অভিযান পরিচালনা করে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা মাঠ নামক স্থান হতে ০৯ বোতল ভারতীয় মদ আটক করে। ২৭ অক্টোবর ২০১৭ তারিখ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ মুন্সিপুর এবং সুলতানপুর বিওপির টহলদল অভিযান পরিচালনা করে বিভিন্ন স্থান হতে ১৫০ বোতল ফেনসিডিল এবং ১৭ বোতল ভারতীয় মদ আটক করে। আটককৃত মাদকদ্রব্য আনুমানিক মূল্য=১,৩৭,৪০০/- (এক লক্ষ সাইত্রিশ হাজার চারশত) টাকা।