১৭ ডিসেম্বর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিবির বাজার (গোলাবাড়ী পোষ্ট) বিওপি’র টহলদল কর্তৃক কোতয়ালী থানার অর্ন্তগত ধর্মনগর নামক স্থান হতে ১ জন মাদক ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেনসহ ১০০০টি ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত আসামীকে কুমিল্লার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য একটি অভিযানে সাতঘরিয়া বিওপি’র টহলদল কর্তৃক ১৮ ডিসেম্বর ২০১৭ তারিখ চৌদ্দগ্রাম থানার অর্ন্তগত সোনাইচা নামক স্থান হতে ২ জন মাদক ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন এবং মোঃ নাছির উদ্দিনসহ ০৯ বোতল ফেনসিডিল আটক করে। আটককৃত আসামীদ্বয়কে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ১০ বোতল ফেনসিডিল, ৪৭০টি ইয়াবা ট্যাবলেট, ০৭ কেজি গাঁজা এবং ১৪৪০ প্যাকেট বিস্কুট আটক করে। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য=৫,৩০,৭০০/-(পাঁচ লক্ষ ত্রিশ হাজার সাতশত) টাকা।