৪৬ বিজিবি’র অভিযানে ৪,১৪,০০০/ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার মদ আটক
প্রকাশন তারিখ
: 2017-12-06
০৬ ডিসেম্বর ২১০৭ তারিখ ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আমতলী বিওপি একটি টহলদল অভিযান পরিচালনা করে সঞ্জয়পুর নামক এলাকা হতে ২৭৬ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ আটক করে। আটককৃত মদের আনুমানিক সিজার মূল্য=৪,১৪,০০০/-(চার লক্ষ চৌদ্দ হাজার)টাকা।