১০ নভেম্বর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বৌয়ারা বাজার (শাহাপুর পোষ্ট) বিওপি’র টহলদল কর্তৃক কোতয়ালী থানার অর্ন্তগত শাহাপুর এবং শাহাপুর ব্রীজ নামক স্থান অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী মোঃ সেলিম আলী এবং মোঃ অপু মিয়াসহ ১.২ কেজি গাঁজা এবং ২৬০টি ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত আসামীদ্বয়কে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ২১ বোতল হুইস্কি, ০৩ বোতল বিয়ার, ২৬০ বোতল ফেনসিডিল, ৫০০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট এবং ৪৭৫০টি কসমেটিকস সামগ্রী আটক করে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক মূল্য=৬,০৭,২০০/- (ছয় লক্ষ সাত হাজার দুইশত) টাকা।