১৩ নভেম্বর ২০১৭ তারিখ ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গোড়কমন্ডল বিওপি’র টহলদল চরগোড়কমন্ডল নামক এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি ভারতীয় মোটর সাইকেল এবং ০১টি বাইসাইকেল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=১,৬৬,০০০/-(এক লক্ষ ছিষট্টি হাজার) টাকা।