ইঞ্জিনচালিত রিক্সাভ্যানের পাটাতনের নিচে হার্ডবোর্ড দিয়ে বিশেষ কৌশলে তৈরি করা বক্সের মধ্যে ফেনসিডিল পাচার করা হচ্ছিল। বিজিবি'র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর পুটখালী বিওপির বটতলা পোস্টের সদস্যরা ভ্যান তল্লাশি করে পাটাতনের নিচে অস্বাভাবিকভাবে সংযুক্ত হার্ডবোর্ড ভেঙে ১৪৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।