১২ ডিসেম্বর ২০১৭ তারিখ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বৌয়ারা বাজার (শাহাপুর পোষ্ট) বিওপি’র টহলদল কর্তৃক কোতয়ালী থানার অর্ন্তগত শাহাপুর নামক স্থান হতে ১ জন মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহীম হোসেনসহ ৫৭টি ইয়াবা ট্যাবলেট আটক করে। আটককৃত আসামীকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৪৫ বোতল মদ, ০২ বোতল বিয়ার, ১১ কেজি গাঁজা, এবং ৭০০০টি অবৈধ স্টেরয়েড ট্যাবলেট আটক করে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য=২,৬৬,১০০/- (দুই লক্ষ ছেষট্টি হাজার একশত) টাকা।