১০ ডিসেম্বর ২০১৭ তারিখ ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ কয়া বিওপির টহলদল কর্তৃক অভিযান পরিচালনা করে কয়া মাঠের মধ্যে, পাঁচবিবি এবং জয়পুরহাট হতে ভারতীয় ২৩০টি ভেসমল তৈল, ৪৩০টি জান্ডু বাম মলম, ১১৫টি কোলগেট টুথ পেষ্ট, ১৮০টি জনসন বেবি ক্রীম, ১৬৪০টি স্কিন সাইন ক্রীম, ৯৪টি হরলিক্স, ২৯টি লেডিস চাদর, ২০৯০টি ভেসলিন, ২ কেজি ষ্টিলের মগ এবং ২৫ কেজি জিরা (লুজ) আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য=৫,৪২,৪০০/-(পাঁচ লক্ষ বিয়াল্লিশ হাজার চারশত) টাকা।