গত ২২ মার্চ ২০২০ তারিখ চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধীনস্থ মুন্সিপুর বিওপি কর্তৃক ০৩ বোতল ফেনসিডিল,০১ টি মোটর সাইকেল,১৬৬১ টি রিচার্জ কার্ড,২৩৬ টি সীম কার্ড,০৪ টি মোবাইল,৬৫,০০০ টাকার ইসলামী ব্যাংকের চেক এবং নগদ ২৪,২২৪ টাকাসহ ০২ জন আসামী আটক করে।যার সিজার মূল্য ২,৫১,২২০/-।