Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুন ২০১৭

৪০ বিজিবির অভিযানে এলজি, কার্তুজ, ভারতীয় মদ, গাঁজা ও চাঁদা আদায়ের রশিদ আটক


প্রকাশন তারিখ : 2017-06-02

গত ০১ জুন ২০১৭ তারিখ আনুমানিক ২৩৫০ ঘটিকায় গোকুলমনিপাড়া সিআইও ক্যাম্প হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ পশ্চিম-দক্ষিণ দিকে বিপ্রু কুমার পাড়া নামক স্থানে ইউপিডিএফ এর চাঁদা সংগ্রহকারী দল উক্ত এলাকায় চাঁদা সংগ্রহের জন্য তামাক চাষের ০১ টি পরিত্যাক্ত ঘরে অবস্থান কালীন টহল দলের উপস্থিতি টের পেয়ে চাঁদা সংগ্রহকারী দল দ্রুত এলোমেলো ভাবে বিভিন্ন দিকে পালিয়ে যায়। টহল দল তাদের পিছু ধাওয়া করলেও ধরা সম্ভব হয়নি। টহল দল কর্তৃক তল্লাশি করে একটি পরিত্যাক্ত ঘর হতে ০১ টি এলজি (বাটসহ লম্বা ১০ ইঞ্চি), ০৩ (তিন) রাউন্ড কার্তুজ, ০২ (দুই) বোতল ভারতীয় মদ (হোয়াইট ম্যাজিক-১৫০ এমএল), ৩০ গ্রাম গাঁজা এবং চাঁদা আদায়ের ০৭ (সাত) টি রশিদ উদ্ধার করে।


Share with :

Facebook Facebook