Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মে ২০১৭

চুয়াডাংগা বিজিবি কর্তৃক মদ, শাড়ী, থ্রী-পিচ এবং অন্যান্য কাপড় আটক


প্রকাশন তারিখ : 2017-05-17

১৭ মে ২০১৭ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল দল ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর মাঠ নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়। এছাড়াও  উথুলী বিওপির টহল দল কালিগঞ্জ থানার কালিগঞ্জ পাকা রাস্তার উপর হতে ১৪ পিচ শাড়ী, ১১ পিচ থ্রী-পিচ, ১৭ টি পাঞ্জাবী, ০২ টি বেডসিট, ৩২ টি ব্লাউজ, ০৫ টি জিন্স প্যান্ট, ২৬ টি লুংগি, ০৪ টি নাইটি, ০৮ টি ব্রা এবং ০৬ টি বাচ্চাদের ফ্রগ জামা আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক মূ্ল্য ২,৩৫,৬০০/-( দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শত) টাকা মাত্র।


Share with :

Facebook Facebook